দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৭:১০:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা থানা পুলিশের ঝটিকা অভিযানে ৪ জন জুয়াড়ি আটক হয়েছে। সেই সাথে কদমতলী ফেরিঘাটের হারুনের চায়না কলোনী, হেলাল মিয়ার কলোনী ও মেম্বার কলোনীতে পুলিশ অভিযান দিয়ে জুয়ার স্পট ভেঙে দিয়েছে। গত রোববার রাত ৮ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় জুয়ার বোর্ডের পরিচালক হারুন ও গয়াছ পালিয়ে যায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে আটককৃতরা হচ্ছে, কদমতলী ফেরিঘাটের বদরুল মিয়ার ছেলে হিরণ মিয়া (২৮), একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে মাহবুব আলম (২৯), সামসুদ্দিনের ছেলে জসিম মিয়া (২৮) ও ভার্থখলার আব্দুস সাত্তারের ছেলে মিন্টু হোসেন (২৯)। গতকাল সোমবার দুপুরে জুয়া আইনে তাদের আদালতে সোপর্দ করা হয়।