জাফলংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃতদেহ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৭:১১:২৮ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাট উপজেলার জাফলং তামাবিল এলাকায় বিবস্ত্র অবস্থায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই মহিলাকে ধর্ষণের পর মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। যদিও এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ। গতকাল সোমবার সকালে তামাবিল এলাকার মুজিবনগর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভোরে স্থানীয়রা অজ্ঞাত মহিলার বিবস্ত্র ও রক্তাক্ত দেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার ও প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম নজরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির পরিচয় শনাক্তের পর ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।