ডিসেম্বরের চতুর্থ সপ্তাহে মেট্রোরেল উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৭:১৪:৩৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : চলতি ডিসেম্বরের চতুর্থ সপ্তাহের যে কোনোদিন উদ্বোধন করা হবে মেট্রোরেল লাইন-৬ এর দিয়াবাড়ী থেকে আগারগাঁও অংশ। সে অনুযায়ী প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
গতকাল সোমবার সকালে দিয়াবাড়ী মেট্রোরেল প্রদর্শনী সেন্টারে এক মিডিয়া ট্যুরে এ তথ্য জানান ডিএমটিসিএলের এমডি।
তিনি আরও জানান, ‘উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে। তিনি সময় দিলে যে কোনোদিন উদ্বোধন করা হবে স্বপ্নের এই প্রকল্প। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উদ্বোধনের চূড়ান্ত দিনক্ষণ এখনও পাওয়া যায়নি। তবে এ মাসেই উদ্বোধন করা হবে’।
ডিএমটিসিএলের এমডি জানান, ‘শুরুতে সীমিত পরিসরে মেট্রোরেল চলবে। প্রতি ট্রেনে যাত্রী থাকবে ধারণক্ষমতার কম। ট্রেনের সংখ্যাও থাকবে কম। প্রতিটি স্টেশনে বেশি সময় ধরে ট্রেন থামবে। তিন মাস পর থেকে পূর্ণ সক্ষমতায় ট্রেন চলবে।