হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ ১৫ জানুয়ারি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৭:১৫:২৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : আগামী ১৫ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিবার ২ জানুয়ারি খসড়া প্রকাশ হলেও এবার ১৩ দিন পেছাচ্ছে।
গতকাল সোমবার সব থানা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো ইসির এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, উপজেলা বা থানা নির্বাচন অফিসাররা আগামী ১৫ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন এবং তা বিধি মোতাবেক প্রকাশ করা হয়েছে মর্মে প্রত্যয়ন করবেন।