ফুটবল বিশ্বকাপ এমবাপ্পেকে আটকাতে ‘বিশেষ পরিকল্পনা’ নেই মরক্কোর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৫:৫৯:৪৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : সময়ের সেরা ফুটবলারদের একজন কিলিয়ান এমবাপ্পে চলতি বিশ্বকাপেও আছেন দারুণ ছন্দে। গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন শীর্ষে। তাকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিপক্ষকে। তারপরও সেমি-ফাইনালের লড়াইয়ে ফরাসি এই তারকাকে আটকাতে আলাদা পরিকল্পনা সাজানোর পক্ষপাতি নন মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগি।
প্রথম আরব কোচ হিসেবে বিশ্বকাপে কোনো দলকে নকআউট পর্বে তোলা রেগরাগির মতে, এমন কিছু করতে গেলে উল্টো সমস্যায় পড়বেন তারা।
দেশের ২০১৮ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এমবাপ্পে এবারের আসরে শুরু থেকেই দারুণ খেলছেন। পাঁচ ম্যাচে গোল করেছেন ৫টি, যা কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ। শেষ চারের লড়াইয়েও তার ওপর চোখ থাকবে সবার।
দ্বিতীয় সেমি-ফাইনালে আজ বুধবার ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে মরক্কো। আসরে এখন পর্যন্ত স্রেফ একটি গোল হজম করেছে আফ্রিকার দেশটি।
মরক্কোর রাইট-ব্যাক আশরাফ হাকিমি ক্লাব ফুটবলে এমবাপ্পের সঙ্গে একই দলে খেলেন, পিএসজিতে। সেই সুবাদে ২৩ বছর বয়সী এই ফুটবলার সম্পর্কে ভালো জানেন হাকিমি। নিজ নিজ পজিশনে দারুণ এই দুই ফুটবলারের লড়াই গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য।
সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার রেগরাগিও তুলে ধরলেন বিষয়টি। তিনি বলেন, এমবাপ্পে ছাড়াও ফরাসি আক্রমণের অন্য খেলোয়াড়রাও বেশ কার্যকর।
‘(আশরাফ হাকিমি) এমবাপ্পেকে আমার চেয়ে ভালো চেনে, সে প্রতিদিন তার সঙ্গে অনুশীলন করে। আমি নিশ্চিত, কিলিয়ান এমবাপ্পেকে জানার ব্যাপারে আমার চেয়ে সে এগিয়ে।’
‘আমি এমবাপ্পেকে আটকানোর জন্য আলাদা কোনো পরিকল্পনা করব না। দুর্ভাগ্যবশত আমাদের সামনে ফ্রান্সের আরও কয়েকজন দুর্দান্ত খেলোয়াড়কে আটকানোর চ্যালেঞ্জও অপেক্ষা করছে। গ্রিজমান ভালো খেলছে, এমবাপের পাশাপাশি অন্য উইংয়ে দেম্বেলের উপস্থিতিও তাদের দলে ভারসাম্য এনে দেয়।’
ফ্রান্স শিবিরে নতুন চোট
চোট সমস্যায় জর্জরিত ফ্রান্স ফুটবল দল। যে কারণে অনেক তারকা খেলোয়াড়কে বিশ্বকাপে পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফরাসি শিবিরে ফের চোটের থাবা পড়েছে। শারীরিক অসুস্থতার কারণে গত সোমবার দলের অনুশীলনে ছিলেন না মিডফিল্ডার অরলিয়েন চুয়ামেনি ও ডিফেন্ডার দায়োদ উপেমেকানো।
আজ বুধবার সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কোর মোকাবিলা করবে ফ্রান্স। তার আগে সোমবার দলের অনুশীলন করেননি চুয়ামেনি ও উপেমেকানো। দুই তারকা খেলোয়াড়ের অনুশীলনে যোগ না দেয়া প্রসঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) তরফ থেকে কিছু জানানো হয়নি। ফরাসি গণমাধ্যম লে’কিপের খবর, উপেমেকানো গলা ব্যথায় ভুগছেন। আর পায়ের চোটে পড়েছেন চুয়ামেনি।
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় ফ্রান্স। দলকে লিড এনে দেয়া গোলটি করেছিলেন ২২ বছর বয়সী চুয়ামেনি। ইংলিশ দৈনিক দ্য সানের প্রতিবেদনে বলা হয়, কাল্ফ স্ট্রেইনের সমস্যায় পড়ায় ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণ নব্বই মিনিট খেলতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা চুয়ামেনি। যে কারণে সেমিতে অনিশ্চিত তিনি।
মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে গলা ব্যথা সারিয়ে উঠতে না পারলে সেমি খেলা হবে না উপেমেকানোরও। তার বদলি হিসেবে ইব্রাহিমা কোনাতে বা উইলিয়াম সালিবাকে দেখা যেতে পারে বলে জানিয়েছে দ্য সান।