সিলেট বিএনপির প্রতিবাদ মিছিল
সরকার লাশের উপর দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে চায় ———— কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৬:১২:৩২ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্র ও বাক স্বাধীনতার কথা বললেও বাস্তবে তারা দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় শান্তিপূর্ণ গণসমাবেশের প্রস্তুতি চলাকালে দলীয় ক্যাডার ও পুলিশ দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বর্বরোচিত হামলা চালানো হয়েছে। দলের মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ বিপুল সংখ্যক নেতা-কর্মীকে গ্রেফতারের পাশাপাশি আমাদের কর্মী মকবুল হোসেনকে হত্যা করা হয়েছে। সরকার লাশের উপর দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, জনগণ তা মেনে নেবে না। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার হবে।’
গতকাল মঙ্গলবার বেলা ২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে আয়োজিত প্রতিবাদ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ও সিলেট জেলা বিএনপি নেতা মাহবুব আলমসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের গুলিবর্ষণে মকবুল হোসেন হত্যা, মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর দখল করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সভা সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দীন আশুক, হাজী শাহাব উদ্দীন, মাহবুবুর রব ফয়ছল, মামুনুর রশীদ মামুন, এডভোকেট এ টি এম ফয়েজ, কামরুল হাসান শাহীন, ফখরুল ইসলাম ফারুক, অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, আব্দুল আহাদ খাঁন জামাল, আবুল কাশেম, ওয়াহিদুজ্জামান সুফি, মাহবুব আলম, মুশিকুর রহমান মুহি, কোহিনুর আহমদ, নিহার আহমদ, আজিজুর রহমান আজিজ, লিলু মিয়া, আলী আকবর, জসীম উদ্দিন, গৌছ আলী, তাজরুল ইসলাম তাজুল, এ কে এম তারেক কালাম, আজির উদ্দীন, এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, এডভোকেট আবু তাহের, এডভোকেট বদরুল ইসলাম চৌধুরী, এডভোকেট কামাল হোসেন, রফিকুল ইসলাম শাহপরান, আল মামুন, এডভোকেট আল আসলাম মুমিন, আনোয়ার হোসেন মানিক, আখতার আহমদ, এডভোকেট সাঈদ আহমদ, মহিলা দলের সালেহা কবির শেপী, নিগার সুলতানা ডেইজি ও কুমকুম ফাহিমা, শাকিল মুর্শেদ, লোকমান আহমদ, বাদশাহ আহমদ, আব্দুল লতিফ খান, আহাদ চৌধুরী শামীম, আব্দুল মালেক, মিফতাউল কবির মিফতা, আজিজুল হোসেন আজিজ, মামুনুর রশীদ, আফসর খাঁন, আব্দুল মালেক, জালাল খাঁন, হাজী আসাদ, মনিরুল ইসলাম তুরন, বখতিয়ার আহমদ ইমরান, অর্জুন ঘোষ, আলতাফ হোসেন সুমন, জি এম বাপ্পী, সুমেল আহমদ চৌধুরী, দেলওয়ার হোসেন দিনার, মাশরুর রাসেল, দেলোয়ার হোসেন নাদিম, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, সোহেল ইবনে রাজা, আকবর আলী, শাহিন আলম জয়, এডভোকেট মোবারক হোসেইন, আজমল হোসেন অপু প্রমুখ।-বিজ্ঞপ্তি