নিখোঁজের পাঁচ বছর পর স্বজনদের কাছে আমেনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৬:৪০:২৮ অপরাহ্ন
রাজনগর (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : পঞ্চগড়ের আমেনাকে পাওয়া গেলো মৌলভীবাজারের জুড়ী উপজেলায়। নিখোঁজ থাকার পাঁচ বছর পর স্বজনদের কাছে ফিরে গেলেন তিনি। এলাকাবাসীর সহায়তায় পুনর্মিলনের এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন নারী আমেনা বেগম ৫ বছর আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আমেনা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ গ্রাম থেকে হাঁটতে হাঁটতে চলে আসেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়। অসুস্থ অবস্থায় আমেনা বেগমকে ঘোরাঘুরি করতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ভর্তি করা হয় হাসপাতালে। গতকাল মঙ্গলবার আমেনা বেগমকে তার স্বামী বদিউজ্জামান ও ছেলে রমজান আলীর (১৯) এর কাছে হস্তান্তর করে জুড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়, ৫ বছর ধরে নিখোঁজ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই নারী। অস্বাভাবিক অবস্থায় আমেনা বেগমকে উদ্ধার করে জুড়ী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমেনা বেগমের সাথে কথা বলে তার পরিবারের ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করা হয়। পরে পরিবারের সাথে যোগাযোগ করে তাকে তার স্বামী ও ছেলের নিকট হস্তান্তর করা হয়। ৫ বছর পর স্বামী তার স্ত্রীকে এবং সন্তান তাদের মা কে ফিরে পেলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আমেনা বেগমের পরিবার জুড়ী থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুয়েল উদ্দিন বলেন, ‘গত রাতে আমার ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মানুষ একজন অজ্ঞাত মহিলাকে ঘোরাঘুরি করতে দেখেন। পরে আমাকে তারা খবর দেন। আমি এসে মহিলার সাথে কথা বলে তার পরিবারের তথ্য নেই। মহিলাটি অসুস্থ থাকায় উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট করা হয়।’ এরপর পুলিশের মাধ্যমে পরিবারের খোঁজ খবর নিয়ে পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, আমাদের সামান্য সহযোগিতায় সন্তান তার মাকে ফিরে পেল। এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সকলের অবদান রয়েছে।