দক্ষিণ সুরমায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৬:৪৪:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ২ নারী-পুরুষ আটক হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গত সোমবার রাত পৌনে এগারোটার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ সূর্য আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, হুমায়ুন রশিদ চত্বরস্থ সূর্য আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে এগারোটার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালায়। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে মো. হযরত আলী (৩০) ও মোছা. মাসুমা (৪০) নামে দু’জনকে আটক করা হয়।