সিলেটে কৃষি বিপ্লব ঘটাতে সবার সহযোগিতা চাই ॥ ডিএই
উৎপাদন উৎসাহিত করতে হাটখোলায় সবজি বিক্রয় ও সংগ্রহ কেন্দ্র উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৬:৪৭:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের পাগইল গ্রামে সবজি বিক্রয় ও সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হয়েছে গতকাল মঙ্গলবার। উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও সিলেট কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সবজি উৎপাদনকারীদের সঠিক বাজার মূল্য প্রাপ্তির লক্ষে কেন্দ্রটি খোলা হয়।
সবজি বিক্রয় ও সংগ্রহ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিসম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সিলেটের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, সিলেটে রবি মৌসুমে আগাম সবজি উৎপাদন প্রক্রিয়াকে উৎসাহিত করবে ওই কেন্দ্র। এতে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি গ্রাহকরাও টাটকা সবজি সংগ্রহ করতে পারবেন। প্রধান অতিথি আরো বলেন, সবজিসহ কৃষি পণ্য উৎপাদনে সিলেটে বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পতিত জমিকে চাষাবাদের আওতায় আনা গেলে ব্যক্তি, পরিবার ও সমাজ উপকৃত হবে। বর্তমান সরকারও এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। সিলেটে কৃষি বিপ্লব ঘটাতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট সদর উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ. দ্রং, ও লাইভলিহুড স্পেশালিস্ট, ড. মো. রুহুল আমিন সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলে মঞ্জুর ভূইয়া। প্রোগ্রাম অফিসার জাবির আহমেদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিব্যক্তি প্রকাশ করেন ইউপি সদস্য মো. কামরান আহমদ ও উপকারভোগী সদস্য মো. আজমল আলী।
উপকারভোগীরা জানান, হাটখোলা ইউনিয়নে প্রায় ৪৫০ জন কৃষক জমিতে টমেটো, শসা, ক্ষিরা, করলা, মিষ্টি কুমড়া, লাউ, বরবটি ইত্যাদি বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করছে এবং উৎপাদনের মাধ্যমে এলাকার চাহিদা পূরণ করেও বাইরেও বিক্রি হচ্ছে। কৃষি উৎপাদনে সেচ ব্যবস্থার উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সভাপতির বক্তব্যে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক বলেন, কৃষির উন্নয়নে ইতোমধ্যে ব্যাপক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ ব্যাপারে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরে অতিথিবৃন্দ বাজার নিয়ন্ত্রণকারী, সেবাদানকারী প্রতিষ্ঠান ও কৃষকদলের ব্যবহারের জন্য প্রয়োজনীয় সামগ্রীসমূহ- যেমন ওজন মাপার যন্ত্র, সবজি বিক্রয় ও সংগ্রহ কেন্দ্রের মেরামত / বসার জন্য প্রয়োজনীয় ত্রিপল ও ময়লা রাখার ডাস্টবিন কৃষকদের হাতে তুলে দেন।