লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইটাবস বিষয়ক কর্মশালা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৬:৫২:০৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বাংলাদেশ বিল্ডিং কোড ২০২০ অনুসরণ করে ইটাবস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ লিডিং ইউনিভার্সিটির ‘সিএএএস এন্ড সিই ফ্যামিলি পেজেন্ট ইটাবস ভি ১৬ ফলোয়িং বিএনবিসি ২০২০’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার চৌধুরী মোহাম্মদ শামস ওয়াহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ সিলেট সেন্টার কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জয়নাল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এলজিইডি সিলেটের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. এনামুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকতে হয়। আর এই বাস্তব অভিক্ষতা অর্জনের জন্য এলজিইডি এর বিভিন্ন নির্মাণ কাজে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করায় তিনি এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলীকে ধন্যবাদ জানান।
আর লিডিং ইউনিভার্সিটিকে আইবি এর অ্যাক্রিডিটেশন পেতে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ সিলেট সেন্টার কমিটির চেয়ারম্যান আশ্বাস প্রদান করায় তাকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুদিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী।
কর্মশালাটির সঞ্চালনায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দেবব্রত রায় সীমান্ত।