ডিজিটালে সুবিধার সঙ্গে অপরাধের ধারাও পাল্টেছে: প্রধানমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৭:০৮:৫৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশে ডিজিটালাইজেশনের ফলে নানা সুযোগ সুবিধার পাশাপাশি বিভিন্ন অপরাধের চিত্রও পাল্টে গেছে মন্তব্য করে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, এখন কিন্তু নিরাপত্তার বিষয়টা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ যেমন বা ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল ডিভাইস আমাদের যেমন অনেক সুযোগ করে দিয়েছে, পাশপাশি সেখানে কিন্তু সন্ত্রাস, জঙ্গিবাদ বা অপরাধের ধারাটাও কিন্তু পাল্টে গেছে।
এজন্য জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ওই ট্রাডিশনাল সিকিউরিটি থ্রেটের পাশাপাশি নন ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেটসমূহ প্রতিহত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। কারণ আমরা চাই একটা শান্তিপূর্ণ পরিবেশ আমাদের দেশে থাকুক। সেভাবেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্স, ডিএসসিএসসিতে অনুষ্ঠিত ‘ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২২’-এর ‘গ্রাজুয়েশন সেরিমনি’তে যোগ দিয়ে এ কথা বলেন সরকারপ্রধান।
দেশে প্রায় ১২ থেকে ১৩ কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে এবং অনেকেই একাধিক মোবাইল ফোনের সিম ব্যবহার করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জনসংখ্যা থেকে সিমের সংখ্যাই এখন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। সবাই ব্যবহার করতে শুরু করেছে।”
দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “শুধু আমাদের বাহিনিগুলো না। আমরা সারা বাংলাদেশেই আমাদের তরুণ সমাজ তাদেরকেও আমরা সেই স্মার্ট করে গড়তে চাই। কারণ, চতুর্থ শিল্প বিপ্লব যখন আসবে, সেখানে কিন্তু আমাদের সেই ডিজিটাল সিস্টেম সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করতে হবে এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কিন্তু কাজ করছি।”