টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৭:১০:১৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে পুরোদমে চলছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রস্তুতি। স্বেচ্ছাশ্রমে বাঁশের খুঁটি স্থাপন এবং তাতে ত্রিপল টানানোসহ নানা কার্যক্রম চালাচ্ছেন মুসল্লিরা।
এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম এই জমায়েত। ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বে মাওলানা জোবায়েরপন্থিরা এবং ২০ থেকে ২২ তারিখ দ্বিতীয় পর্বে জড়ো হবেন ওয়াসিফপন্থিরা।
গাজীপুর, ঢাকা ও আশপাশ থেকে নিজ উদ্যোগে আসা সংগঠনের সাথিরা প্রস্তুতিমূলক কাজগুলো করছেন। এছাড়া মুসল্লিদের নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তৎপর স্থানীয় প্রশাসনও। ২০২০ সালের পর করোনার কারণে দু’বছর ইজতেমা হয়নি।
১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০২৩ সালের প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি ওয়াসিফপন্থিরা দ্বিতীয় পর্বে অংশ নিয়ে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের আয়োজনের সমাপ্তি ঘটাবেন।