বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় ছাত্রদল নেতা রাজন রিমান্ডে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৭:১২:২৩ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বিলবোর্ড-ফেস্টুন ভাঙচুর মামলায় জেলা ছাত্রদল নেতা আলী আকবর রাজনকে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আব্দুল মোমেন আসামিকে রিমান্ডে পাঠান।
আসামি আলী আকবর রাজন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
রাজনের আইনজীবী মো. সুহেল আহমদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নগরীর কোতোয়ালী থানায় হওয়া নাশকতার পুরাতন একটি মামলায় গ্রেপ্তারের পর রাজনকে ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।’
এ ব্যাপারে মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, গত ৬ নভেম্বর নগরীর বড়বাজার এলাকায় নিজের গাড়ির ভেতরে খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় আওয়ামী লীগ নেতাদের সাঁটানো বিলবোর্ড ও ফেস্টুন ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ওসি আরও জানান, বিলবোর্ড ও ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার কথা উল্লেখ করে মহানগর আওয়ামী লীগের সদস্য জাহিদ সারওয়ার বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের অজ্ঞাত ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় রাজনের বিরুদ্ধে রিমান্ড আবেদন করেছিল পুলিশ। ৮ ডিসেম্বর নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।