শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাবের তিনদিনের কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৭:১৩:২৯ অপরাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাব তিনদিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির প্রথমদিন ১৪ ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, ১৫ ডিসেম্বর বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
সকল কর্মসূচিতে ক্লাবের সদস্যদের উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি