শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে শাবিতে নানা আয়োজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৭:১৪:২৬ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ বুধবার সকাল পৌণে ৯টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে কালো ব্যাজ ধারণ, সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে আলোচনা সভা।
এছাড়া, সন্ধ্যা সাড়ে ৫টায় শহীদ মিনার, বঙ্গবন্ধু চত্বর ও চেতনা-৭১ এ শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।