ধান ক্ষেত থেকে উদ্ধার নবজাতক এখন বেবী হোমে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৭:১৫:৩৯ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর হাওরে ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া নবজাতকের স্থান হয়েছে সিলেটের বেবী হোম এ। গত সোমবার রাতে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ নবজাতক অজ্ঞাত ছেলেকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত সিলেটের বেবী হোমে স্থানান্তর করা হয়। সেখানে সে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, রোববার বিকেলে জনৈক পথচারী ধান ক্ষেতে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। খবর পেয়ে পুলিশ নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মা ও জন্মদাতার পরিচয় নিশ্চিত না হওয়ায় তার লালন পালন ও ভবিষ্যৎ চিন্তা করে বেবী হোমে পাঠানো হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী জানান, সিলেট বেবী হোমে নবজাতকের চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করা হচ্ছে।