সবকিছু ছাপিয়ে উন্নয়নের পথে বাংলাদেশ : পরিকল্পনামন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৫:৫৬:৫৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সবকিছু ছাপিয়ে উন্নয়নের পথে বাংলাদেশ। যারা সরকারের বিরোধিতা করে তারাও অনুধাবন করে একথা। আমরা এমন একজন রাষ্ট্রনায়ক পেয়েছি যিনি খুবই কৌতূহলী। তার কৌতূহলেই আজকের পদ্মা সেতু, মেট্রোরেল, কর্নফুলি টানেল এমনকি মহাকাশে স্যাটেলাইট।
গতকাল বুধবার রাজধানীর পানি ভবনের সম্মেলনকক্ষে হাওর অঞ্চলের টেকসই বন্যা নিয়ন্ত্রণ ও পানিসম্পদ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালায় তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বসে আছেন, আপনারা বাস্তবধর্মী আইডিয়া দেন, তা বাস্তবায়নের পথ মসৃণ করবেন বঙ্গবন্ধু কন্যা। হাওরের টেকসই উন্নয়নে পরিবেশের ওপর সর্ব্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে। হাওরের সাথে খাদ্য উৎপাদন ও মৎস্য উৎপাদন রয়েছে যা সামগ্রিক রাষ্ট্রের উন্নয়নে অংশীদার।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএম রেজাউল মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব পানিসম্পদ মন্ত্রণালয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এনামুল হক শামীম,
সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, পিএএ ও বিশিষ্ট পানিসম্পদ বিশেষজ্ঞ ড. আইনুন নিশাদ। সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ।