জুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৬:০২:৩৪ অপরাহ্ন
জুড়ী (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মিরাজুর রহমান মিরাজ (২২) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার রত্না চা বাগান এলাকার এলাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ ফুলতলা বাজারের বাসিন্দা রাজকী এলবিনটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিমের পুত্র ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী।
জানা গেছে, মঙ্গলবার মিরাজ বাড়ি থেকে জুড়ী আসার পথে এলাপুর নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে গুরুতর আহত হন। এ সময় তার সাথে থাকা মামাতো ভাই আহত হন। তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথে মিরাজ মারা যান।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।