তামাবিল বধ্যভূমি পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৬:০৫:২৮ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ও শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর তামাবিল বধ্যভূমি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মি. প্রণয় ভার্মা। গতকাল বুধবার দুপুরে তামাবিল স্থলবন্দর ও বধ্যভূমি পরিদর্শন করেন তিনি।
ভারতীয় হাইকমিশনার তামাবিল ইমিগ্রেশনে প্রবেশ করলে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি ভারতের পোর্ট এবং অভিবাসন কেন্দ্র পরিদর্শনে যান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারি হাইকমিশনার নীরাজ কুমার জয়সওয়াল, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম প্রমুখ।
বধ্যভূমি পরিদর্শনকালে এটি দুই দেশের সীমান্তের খুব নিকটবর্তী হওয়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবরটির সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের কাজে জটিলতার বিষয়ে গোয়াইনঘাটের ইউএনও মো. তাহমিলুর রহমান ভারতীয় হাইকমিশনার মি. প্রণয় ভার্মার কাছে তুলে ধরেন। এ সময় মি. প্রণয় ভার্মা ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন।
ধোপাদীঘি পরিদর্শন
সিলেটের ঐতিহ্যবাহি ধোপা দীঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় কুমার ভার্মা।
গতকাল বুধবার বিকেলে সিলেট সফরের অংশ হিসেবে নগরীর ধোপা দীঘির উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসেন ভারতীয় হাইকমিশনার। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রকল্প এলাকা ঘুরে দেখান।
ভারত সরকারের অর্থায়নে নির্মিত ধোপা দীঘি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা।
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।