রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজের দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৬:১৫:১১ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের দক্ষিণ সুরমার মুছারগাঁও গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ মৃত্যুকালে ১ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাইফুল আলম, আলফাজ উদ্দিন, সানাওয়ার আলী, আব্দুশ শহীদ, আসাদ উদ্দিন, কাউন্সিলর মো. ধন মিয়া, মো. আব্দুল নুর, নুরুল আমিন, মো. জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা সভাপতি মনোজ কপালী মিন্টু, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আহমদ, সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ সেলিম, সাবেক কাউন্সিলর আশিক আহমদ। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি