৫১ বছর পর সিলেটে শহীদ বুদ্ধিজীবী লে. কর্নেল ডাঃ আবুল ফজলের পরিবার সিসিকের সম্মাননা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২২, ৬:২৫:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ স্বাধীনতার ৫১ বছর পর সিলেটে এসেছেন শহীদ বুদ্ধিজীবী লে. কর্নেল ডাক্তার আবুল ফজল জিয়াউর রহমানের পরিবার। এ পরিবারের সদস্যদের সাথে নিয়ে গতকাল বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সংশ্লিষ্টরা জানান, মুক্তিযুদ্ধের সময় লে. কর্নেল ডাক্তার আবুল ফজল জিয়াউর রহমান সিলেট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিন্টেডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ১৪ এপ্রিল গৃহবন্দি অবস্থায় তাঁকে মেডিকেল কলোনির একটি বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। এরপর আর তাঁর খোঁজ মেলেনি। কিছুদিন পর তাঁর পরিবারকে পাক বাহিনীর রসদবাহী একটি বিমানে করে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।
এদিকে, এ পরিবারের সিলেট সফর উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ২০২২) বিকেলে নগর ভবনে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সিসিক।
এ অনুষ্ঠানে বক্তৃতাকালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ, সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথভাবে উপস্থাপনা করতে হবে। মুক্তিযুদ্ধে শহীদ এবং শহীদ বুদ্ধিজীবীদের জীবন-কর্ম নিয়ে গবেষণা প্রয়োজন। দেশের জন্য তাদের অবদান স্মরণ রাখতে হবে।’এ সময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর তৌফিকুল হাদী, কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান, কাউন্সিলর এ কে এ লায়েক, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, মুক্তিযুদ্ধ গবেষক হাসান মোরশেদ, সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, শহীদের জামাতা বজলুর রহমান রাসেল প্রমুখ। অনুষ্ঠান শেষে শহীদের মেয়ে শাহরিন রহমান লুবনার হাতে সম্মাননা তুলে দেন মেয়র আরিফ।