প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
সিলেটে কেয়ারগিভার্স হেলথকেয়ারের উদ্বোধন ও আন্তর্জাতিক সেমিনার কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২২, ৬:২৬:৫১ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ সিলেটে কেয়ারগিভার্স হেলথকেয়ার ইন্সটিটিউটের উদ্বোধন ও আন্তর্জাতিক সেমিনার আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। দুটি অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার নগরীর চৌহাট্টাস্থ মানরু শপিং সিটির তৃতীয় তলায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
কর্মসূচির মধ্যে রয়েছে-শনিবার সকাল ৮টায় গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ দত্তরাইল গ্রামের আশরাফ মঞ্জিলে আলোচনা সভা এবং বিকেলে নগরীর মানরু শপিং সিটির তৃতীয় তলায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে সেমিনার। সেমিনারে বক্তব্য রাখবেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা: মুজিবুল হক। এছাড়া আরো বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ আলোচনা করবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কেয়ারগিভার্স হেলথকেয়ার ইন্সটিটিউট সিলেটের স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি উন্নতমানের প্রতিষ্ঠান। এটি মূলত ওষুধবিহীন সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকার একটি উন্নত মাধ্যম। এছাড়া কেয়ারগিভারদের দেশি বিদেশি প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেবে এই প্রতিষ্ঠান। এছাড়া দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরিতেও ভূমিকা রাখবে কেয়ারগিভার্স হেলথকেয়ার ইন্সটিটিউট। সেমিনারে অংশ নিলে হেলদি লাইফস্টাইল সম্পর্কে আরো বিস্তর জানা যাবে বলে জানান আশরাফুল ইসলাম।