মহান বিজয় দিবসে জেলা ও মহানগর বিএনপি’র কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২২, ৬:২৮:৪০ অপরাহ্ন

মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপি পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও বিজয় র্যালি।
জেলা বিএনপি: বিজয় দিবসে সিলেট জেলা বিএনপি’র কর্মসূচির মধ্যে রয়েছে-আজ শুক্রবার সকাল ৯ টায় নগরীর জিন্দাবাজাররস্থ সহির প্লাজার সামনে থেকে সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী জাতির বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এরপর সকাল সাড়ে ১০টায় নগরীর কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জ রেস্টুরেন্টের হলরুমে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা।
এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। অনুরূপভাবে, সিলেট জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে মহান বিজয় দিবসের কর্মসূচি পালনের আহবান জানানো হয়েছে।
মহানগর বিএনপি: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও বিজয় র্যালির আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার সকাল ৯ টায় চৌহাট্টা পয়েন্ট থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং বেলা ৩টায় কোর্ট পয়েন্ট থেকে বিজয় র্যালি।
এসব কর্মসূচিতে মহানগর বিএনপি ও এর অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। বিজ্ঞপ্তি