বর্ডারহাট পরিদর্শন করলেন এমপি মানিক ও ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২২, ৬:৩৩:৪৭ অপরাহ্ন
ছাতক ও দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দোয়ারাবাজার উপজেলার বুগলা রিংকু-বাগানবাড়ী বর্ডার হাট পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি সড়ক পথে বুগলা রিংকু-বাগানবাড়ী বর্ডার হাট পৌছেন। এসময় হাই কমিশনারকে স্বাগত জানান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে বর্ডারহাটে বসা ভারত ও বাংলাদেশীদের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এমপি মুহিবুর রহমান মানিক ও ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা।
পরিদর্শনের পর আয়োজিত মতবিনিময় সভায় দু’দেশের চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থ-বাণিজ্য বৃদ্ধিকরণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। এসময় সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জসওয়াল, ভারতের ইস্ট খাসি এলাকার রাজা পলজন সুনামগঞ্জের এডিএম একেএম আব্দুল্লাহ বিন রশীদ, সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ, অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফি চৌধুরী বাবু, দোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, সহকারী কমিশনার(ভূমি) ফয়ছল আহমদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, জেলা পরিষদ সদস্য এম এ খালেক, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরন, মোশাহিদ আলী, ইউনিয়ন চেয়ারম্যান মিলন খান, বিল্লাল আহমদ, আব্দুল ওয়াহিদ, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আমিরুল হক, আহমদ আলী আপন, আওয়ামীলীগ নেতা বরুন দাস, আবুল মিয়া সহ বিজিবি, বিএসএফ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভারতীয় হাই কমিশনার তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক দীর্ঘদিনের। সর্বক্ষেত্রেই এ সম্পর্ক অটুট থাকবে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই দু’দেশের মধ্যে বন্ধুত্বের বহুমুখী পথ সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকায় প্রতিষ্ঠিত বর্ডার হাট হচ্ছে এ সম্পর্কের একটি জীবন্ত দৃষ্টান্ত। ব্যবসা-বাণিজ্যের প্রসারতার মাধ্যমে এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বেগবান হবে বলে তিনি মন্তব্য করেন। মুহিবুর রহমান মানিক এমপি তার বক্তব্যে বলেন, বর্ডার হাটে আসা-যাওয়ার জন্য সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। উভয় দেশের নাগরিকদের বর্ডার হাটে অবাধ যাতায়াতের জন্য আরো সহজ পথ সৃষ্টি করতে হবে। বর্ডার হাটকে গতিশীল করতে উভয় দেশের রকমারী পণ্য-সামগ্রী হাটে নিয়ে আসার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, চলতি বছরের ১১ মে রিংকু-বাগানবাড়ী বর্ডারহাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মতবিনিময় সভায় সপ্তাহে একদিনের পরিবর্তে দুইদিন বর্ডার হাট চালু করার উপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় গ্রামবাসীদের আয়োজনে বিভিন্ন পিঠা স্টলে সংসদ সদস্য ও হাইকমিশনারকে পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। বর্ডার হাট পরিদর্শন শেষে ছাতক সিমেন্ট কারখানা রেষ্ট হাউজে মধ্যাহ্ন ভোজন করেন তারা।