মহানগর আওয়ামী লীগের বিজয়ের শোভাযাত্রা ১৮ ডিসেম্বর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২২, ৭:৩৮:৩৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
রক্তস্নাত মহান বিজয়ের মাসে কর্মসূচীর অংশ হিসেবে বিজয়ের শোভাযাত্রা বের করবে সিলেট মহানগর আওয়ামী লীগ। আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২ টায় রেজিস্ট্রারি মাঠ থেকে বিজয়ের শোভাযাত্রাটি বের হয়ে বন্দর ও জিন্দাবাজার প্রদক্ষিণ হয়ে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
বিজয়ের শোভাযাত্রায় মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ২৭ টি ওয়ার্ডসহ নবগঠিত বর্ধিত ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে স্ব স্ব ওয়ার্ডের মিছিলসহকারে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।