দোয়ারাবাজারে ট্রাক্টর উল্টে চালক আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২২, ৫:২৯:৩৮ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রাক্টর উল্টে বাবুল মিয়া (৪০) নামের এক চালক আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় নরসিংপুর-চাইরগাঁও সড়কের দ্বীনেরটুক এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। গুরুতর আহত বাবুল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, জমি চাষের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পাশের জমিতে পড়ে উল্টে যায়। এতে চালক বাবুল মিয়া গুরুতর আহত হন।