দিরাই, ধর্মপাশা ও মধ্যনগরে ফসলরক্ষা বাঁধের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২২, ৫:৩১:৪৭ অপরাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাইয়ে হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার চাপতির হাওরের ৭টি ফসলরক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। তিনি বলেন, নীতিমালা অনুযায়ী গণশুনানির মাধ্যমে এলাকার প্রকৃত কৃষক, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিদের দিয়ে হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের কমিটি গঠন করা হয়েছে। বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সকল পিআইসিকে সরকারের বেঁধে দেয়া সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, পাউবো’র শাখা প্রধান মোনায়েম হোসেন, আওয়ামী লীগ নেতা সুজানুর রহমান চৌধুরী, ইউপি সদস্য রুমন মিয়া প্রমুখ।
পাউবো সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলায় প্রায় ১৫০ টি পিআইসির মাধ্যমে হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজ করা হবে।
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ফসলরক্ষা বাঁধের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ কার্যালয়ের উদ্যোগে উনন্নয়ন রাজস্ব খাতের আওতায় বোরো মৌসুমে নির্বিঘ্নে কৃষকদের সোনার ফসল ঘরে তোলার জন্য ক্ষতিগ্রস্ত বাঁধের ভাঙা বন্ধকরণ ও পুনরাকৃতিকরণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, পাউবো’র সহকারী প্রকৌশলী মোঃ সানু আহমেদ গত বৃহস্পতিবার গোড়াডুবা হাওরে ১ নম্বর প্রকল্পের কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।
পরে ফসলরক্ষা বেড়ীবাঁধ বাস্তবায়নের ধানকুনীয়া হাওর ১ নম্বর উপ-প্রকল্প বাস্তবায়নের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অলিদুজ্জামান, পাউবোর সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সালমুন হাসান বিপ্লব, কৃষি অফিসার মীর হাসান আল বান্না, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি আজারুল ইসলাম (দিদার পি.কে), সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা প্রমুখ।