দেশের অভূতপূর্ব উন্নয়ন ও শিক্ষাব্যবস্থা একই গতিতে এগিয়ে যাচ্ছে —–মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২২, ৫:৩২:৩৫ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন, দেশে অভূতপূর্ব উন্নয়ন ও শিক্ষাব্যবস্থা একই গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, তথ্য-প্রযুক্তিনির্ভর একটি আধুনিক জাতি গঠনে যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে সরকার। উচ্চ শিক্ষার পথ সুগম করতে প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠা করা হচ্ছে নতুন-নতুন আধুনিক ভবন। একটি আধুনিক জাতি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হসিনা প্রতিনিয়তই রূপকল্প তৈরি করে যাচ্ছেন। শেখ হাসিনার এসব স্বপ্ন বাস্তবায়ন করতে সরকারের ধারাবাহিকতার কোন বিকল্প নেই। আসন্ন জাতীয় নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠার জন্য জনগণের প্রতি আহবান জানান তিনি। এসময় তিনি বিদ্যালয় ভবনটি ৮ তলায় উন্নীত করা এবং বিদ্যালয়ে শেখ রাসেল ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দেন।
গতকাল শনিবার সকালে ছাতকের আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ে ‘বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্ত ভবন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আয়াজুর রহমানের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমানের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়দুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আয়াজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর রমা বিজয় সরকার, সুনামগঞ্জ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামছুল আরেফিন খান, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, আলহাজ্ব আয়াজুর রহমানের পুত্র, যুক্তরাজ্য প্রবাসী ও চার্টার্ড একাউন্ডেন্ট সাদিকুর রহমান, তার সহধর্মিণী সালমা বেগম। আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, বিল্লাল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, আব্দুল করিম, আব্দুস সামাদ, ফারুক আহমদ সরকুম, শিক্ষার্থী তাহসানুর রিহাম তামিম, লাভলী বেগম প্রমুখ। এসময় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, মনছর আলী, জয়নাল আবেদীন, আব্দুল কাদির, মিজানুর রহমান মেম্বার, আলাউদ্দিন, আবুল বাশার, জালাল উদ্দিন, আবু হানিফা সায়মন, হোসেন আহমদ, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সুমাইয়া বেগম ও পবিত্র গীতা পাঠ করেন অপ্সরা দাস। মোনাজাত পরিচালনা করেন মাওলনা মাহবুব আলম।