লিডিং ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২২, ৬:০৫:৩৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। এ উপলক্ষে গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সকলকে বিজয়ের শুভেচ্ছা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. রাগীব আলী বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীনতা। স্বাধীনতার স্বপ্নের বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে। অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে দক্ষ জনশক্তি তৈরি, কর্মসংস্থানের ব্যবস্থা করা, নতুন নতুন শিল্পকারখানা গড়ে তুলতে সরকারের কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে নিজনিজ অবস্থান থেকে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আলোচনায় সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলা বলেন, স্বাধীনতার ভিত্তিকে মজবুত রাখতে হবে এবং চলমান উন্নয়নের অর্জনকে ধরে রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আব্দুল হাই। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান ও লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস রুম্পা শারমিন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।