জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে বিজয় দিবস উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২২, ৬:০৬:২৬ অপরাহ্ন
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে সিলেটের প্রথম এবং দেশের অন্যতম বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল “জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল”। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, হাসপাতালে চিকিৎসার জন্য আগত রোগীদের জন্য বিনামূল্যে আউটডোর টিকেট প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং দৃষ্টিনন্দন আলোক সজ্জা।
দিনের শুরুতেই জাতীয় ও কলেজ পতাকা উত্তোলন করা হয়। সকাল সোয়া ৯টায় কলেজের লেকচার গ্যালারির সম্মুখে সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর তত্ত্বাবধানে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আবেদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক এবং সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর সদস্যবৃন্দ। সকাল পৌনে ১০টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন এর নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক সৈয়দ মোশারফ হোসেন, রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কনা ঘোষ, সার্জারি বিভাগের অধ্যাপক (সি.সি.) সায়েক আজিজ চৌধুরী, মেডিসিন বিভাগের অধ্যাপক (সি.সি.) বিদিত রঞ্জন দেব, ডেন্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শফিকুল আলম তালুকদার, অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শান্তনু ধর ইমন, সাইকিয়েট্রি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শফিউল ইসলাম, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মুইজ উদ্দিন আহমেদ চৌধুরী, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফ আহমেদ প্রমুখ।