যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন
সকল বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২২, ৬:১১:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : উৎসবের আবহে সারাদেশের মতো সিলেটেও পালিত হয়েছে বাঙালির চিরদিনের গৌরব, আত্মদানে মহিমান্বিত মহান বিজয় দিবস। যেসব বীর সন্তানের প্রাণের বিনিময়ে আজকের পতাকা ও মানচিত্র এসেছে, তাঁদের শ্রদ্ধা জানানোর জন্য সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। তাঁদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই এই দিবসের মহিমা প্রকাশ পায়। এক পর্যায়ে ফুলে ফুলে ভরে যায় পুরো বেদী। প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন অত্যন্ত সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, দিনব্যাপী সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয় সিলেটজুড়ে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা সকল বয়েসী মানুষ শত বাধার মধ্যে সাম্প্রদায়িক অপশক্তিকে উৎখাত, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিসহ সকল বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খন্দকার মোশতাকসহ আরো কিছু লোক মুনাফেকি করেছেন। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের চেতনার স্লোগান ‘জয় বাংলা’কে নির্বাসিু করেছেন। প্রহসনের বিচারের নামে শত শত বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন।
মহানগর আওয়ামী লীগ : মহান বিজয় দিবস উপলক্ষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল সাড়ে ৩টায় তালতলাস্থ গুলশান সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, কার্যনির্বাহী সদস্য রোকসানা পারভীন, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রব হাজারী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুল আজিম জুনেল এবং গীতা পাঠ করেন উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ সেলিম, ডাঃ আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ,মহানগর আওয়ামী লীগের সদস্য আজম খান, মোঃ আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সাব্বির খান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, তাহমিন আহমদ, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, মহসিন চৌধুরী, এডভোকেট তারাননুম চৌধুরী, ইলিয়াছ আহমেদ জুয়েল, উপদেষ্টা সদস্য আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, কানাই দত্ত, মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক এডভোকেট আব্দুল মালিক।
ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে আব্দুর রব হাজারী, ফয়েজ খান পিয়ারা, আব্দুল হামিদ, মুহিবুর রহমান ছাবু, সালউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, ফখরুল হাসান, সিরাজুল ইসলাম শামীম, এডভোকেট সরওয়ার চৌধুরী আবদাল, আক্তার হোসেন, দিলোয়ার হোসেন রাজা, ইসমাইল মাহমুদ সুজন, মোঃ ছয়েফ খাঁন, সৈয়দ আনোয়ারুস সাদাত, তাজ উদ্দিন লিটন, এম.এ খান শাহীন, জাহিদুল হোসেন মাসুদ, নজরুল ইসলাম নজু, এডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, শেখ সুরুজ আলম, মোঃ বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, আহমেদ হান্নান, রুমিন আহমদ, মইনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, গোলজার আহমদ জগলু উপস্থিত ছিলেন।