ফিরে পেতে সাহায্য কামনা
আম্বরখানা মসজিদ থেকে সৌদি প্রবাসী মুসল্লির ভিসাযুক্ত পাসপোর্ট খোয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ৬:৫১:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আম্বরখানা মসজিদ থেকে সৌদি প্রবাসী মুসল্লির ভিসা সংযুক্ত পাসপোর্ট খোয়া গেছে। জইন উদ্দিন নামের ওই প্রবাসী আছরের নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করেছিলেন। নামাজ পড়ার উদ্দেশ্যে অজু করতে যাওয়ার সময় সওদাপাতির সাথে পাসপোর্ট রক্ষিত ব্যাগটিও রেখে গিয়েছিলেন। ফিরে এসে তিনি ব্যাগটি যথাস্থানে পাননি। গতকাল রোববার আসরের নামাজ পড়ার জন্য প্রস্তুতিকালে এই ঘটনা ঘটে। ঘটনার শিকার প্রবাসীর নাম জইন উদ্দিন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের সোনা মিয়ার পুত্র। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) করা হয়েছে।
জইন উদ্দিন গতকাল রোববার সন্ধ্যায় দৈনিক সিলেটের ডাক এর বার্তা কক্ষে এসে জানান, তিনি গত ১৮ নভেম্বর থেকে দুই মাসের ছুটিতে সৌদি আরব থেকে দেশে ফিরেন। আগামী ১ জানুয়ারী তার পুনরায় সৌদি ফিরে যাওয়ার কথা। কিন্তু গতকাল রোববার দুপুরে মজুমদারীস্থ বিমান অফিসে টিকিট কনফার্ম করে কিছু সওদাপাতি কিনে আম্বরখানা মসজিদে আসরের নামাজ পড়তে আসেন। তিনি ওজু করতে যাওয়ার সময় হাতের খরচের ব্যাগ এর সাথে অসাবধানতাবসত পাসপোর্ট রক্ষিত ব্যাগটিও রেখে যান। ২/৩ মিনিটের ভেতরে ওজু করে ফিরে এসে আর যথাস্থানে ব্যাগগুলো পাননি। ওই ব্যাগে পাসপোর্টটি ছিলো। পাসপোর্ট নং- ইঢ০৯৭০৮২৪, এয়ার টিকেট নং ঊক-১৭৬-৬৭০৪১৪১০৩১। এ ঘটনায় তিনি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ৯৮২ (১৮/১২/২০২২)।
জইন উদ্দিন গণমাধ্যমের মাধ্যমে তার হারিয়ে যাওয়া ভিসা সংযুক্ত পাসপোর্টটি ফিরিয়ে পাওয়ার আকুল আবেদন জানান। কোন সহৃয়বান ব্যক্তি পরিচয় গোপন করে হলেও পাসপোর্ট ফেরত দিতে চাইলে নিম্নোক্ত মোবাইল ০১৭৩৮-৯৮০১৬৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।