সিলেটে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ৬:৫৩:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস-উদ্দীপনা, আনন্দ-উৎসবে সিলেট নগরী ছিলো উৎসবমুখর। গতকাল রাত ১২টা ছুঁই ছুঁই অবস্থায় বিজয় নিশ্চিত হতেই সিলেটের আর্জেন্টিনা সমর্থকরা দলে দলে নেমে আসেন সড়কে। আর্জেন্টিনার পতাকা, ঢোল, বাঁশি, পটকা শোভা পায় তাদের হাতে। শত শত মোটরসাইকেলে হর্ণ বাজিয়ে নগর জুড়ে ছুটতে থাকে দল বেঁধে। ঢোল, বাঁশি, হর্ণ এর শব্দ এবং এর সাথে ‘আর্জেন্টিনা-আর্জেন্টিনা’ স্লোগানে মধ্যরাতেই সিলেট নগরী এক উৎসবের নগরীতে পরিণত হয়।
আর্জেন্টিনার বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছোট ছোট মিছিল বেরিয়ে আসতে শুরু করে। গলায় ঝোঁলানো ঢোল, হাতে ভুভুজেলা বাঁশি, কপালে আর্জেন্টিনার ব্যান্ড পড়ে নেচে গেয়ে মিছিল এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে অন্য পাড়ার একটি মিছিল তাদের সাথে যুক্ত হয়। তখন উৎসবের মাত্রা আরো বেড়ে যায়। এরপর আরো কিছুদুর এগিয়ে যাওয়ার পরে আবারো একটি মিছিলের সাথে যুক্ত হয়। জনসমাগম বাড়ার পাশাপাশি বাড়ে স্লোগানের মাত্রা। স্লোগানে স্লোগানে আর বাঁশির শব্দে মুখরিত হয় নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্টা, মিরাবাজার, শিবগঞ্জ, টিলাগড়, তালতলা, লামাবাজার, রিকাবীবাজার, সুবিদবাজার, শাহী ঈদগাহসহ প্রতিটি সড়ক ও পয়েন্ট। এসব পয়েন্ট আর নিরব হওয়ার সুযোগ পায় না। মিছিল পয়েন্টে আসার পরই পটকা ফাটিয়ে উৎসবের খবর দেয়। একটি মিছিল অতিক্রম করে যাওয়ার পর আরো একটি মিছিল চলে আসে। তারা যাওয়ার পূর্বেই চলে আসে অন্যটি। এভাবে চলে গভীর রাত অবধি। এদিকে, মিছিলে কিশোর থেকে শুরু করে যুবক, বৃদ্ধ সব বয়সের লোকজন নেচে গেয়ে, স্লোগানে তাদের আনন্দ প্রকাশ করেন। অনেকে মোটরসাইকেলে ছেলে মেয়েদের নিয়েও উৎসবে যোগ দেন।