মির্জা ফখরুলের বাসায় রাজনৈতিক নেতারা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ৬:৫৫:৩০ অপরাহ্ন
ডাক ডেস্ক : কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে সহমর্মিতা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
গতকাল রোববার বিকালে বিএনপি মহাসচিবের উত্তরার বাসায় তার সহধর্মিণী রাহাত আরা বেগমের সঙ্গে দেখা করেন গণতন্ত্র মঞ্চ ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বিএনপি মহাসচিবের সহধর্মিণীসহ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, “আইন এখন বেআইনি লোকের হাতে, তাই আইনের সেই মর্যাদা এখন আর নেই। যতদিন পর্যন্ত বেআইনি লোক আইনকে নিয়ন্ত্রণ করবে, ততদিন এ বাংলাদেশ নিরাপদ নয়।”
“ক্ষমতাসীন সরকার বেআইনি কাজ করে যাচ্ছে” দাবি করে তিনি বলেন, “আমরা আশা করব, সরকার অশোভন কাজ থেকে বিরত থাকবে। সবার পরিবারের নিরাপত্তা এবং ইজ্জত রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”
বর্তমান ‘ফ্যাসিবাদী’ সরকার কোনো পরিবারের “ইজ্জত রক্ষা করছে না” উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা ব্যথিতচিত্তে স্মরণ করছি, মধ্য রাতে বাড়ি ঘেরাও করে বাতি বন্ধ করে মির্জা ফখরুলের বাড়ির মধ্যে ঢুকেছে। আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”
আগামী ৩০ ডিসেম্বর বিএনপির ঘোষিত গণমিছিলের সঙ্গে তাদের ১১টি দলও থাকবে জানিয়ে সৈয়দ ইবরাহিম বলেন, ১১টি দল তাদের দক্ষতা-সক্ষমতা অনুযায়ী কর্মসূচিতে উপস্থিত থাকবে।
মির্জা ফখরুলকে “একজন সাহসী বীরপুরুষ” আখ্যায়িত করে ইবরাহিম বলেন, “তিনি সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। আমাদের অবশ্যই করণীয় তার পরিবারকে অভিনন্দন জানানো।”
প্রথমে মির্জা ফখরুলের বাসায় যান গণতন্ত্র মঞ্চের শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার ও গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।
পরে বিএনপি মহাসচিবের বাসায় যান ২০ দলীয় জোটের জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, লেবার পার্টির মহাসচিব রহমান প্রমুখ।
গত ৮ ডিসেম্বর মধ্যরাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে তাকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে তার জামিনের জন্য কয়েক দফা আবেদন করা হলেও আদালত নামঞ্জুর করেন।