মকবুল হোসেন চৌধুরীর ৬৪তম মৃত্যুবার্ষিকী কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ৬:৫৬:৪৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : আসাম-বাংলার খ্যাতনামা সাংবাদিক-রাজনীতিবিদ মকবুল হোসেন চৌধুরীর ৬৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার। ১৯৫৭ সালে সিলেটে সাপ্তাহিক “সিলেট পত্রিকার” সম্পাদক থাকাকালে তিনি সিলেটে ইন্তেকাল করেন। ১৮৯৮ সালে তিনি তাহিরপুরে বিন্নাকুলী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
মকবুল হোসেন চৌধুরী সিলেটের সাপ্তাহিক “যুগবাণী” ও “যুগভেরী”র সম্পাদক ছিলেন। তিনি কলকাতার দৈনিক “ছোলতান” পত্রিকারও সম্পাদক ছিলেন। তিনি ১৯৩৭ সালে তদানীন্তন আসাম লেজিজলেটিভ পরিষদের সদস্য (এম.এল.এ) নির্বাচিত হন। তিনি হুইপ হিসাবেও দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি সুনামগঞ্জ মহকুমা ঋণ সালিশ বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
মকবুল হোসেন চৌধুরী ঐতিহাসিক ভাষা আন্দোলনে একজন প্রথম সারির নেতা ছিলেন। ছাত্র-জনতার উপর পুলিশের গুলীবর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে তিনি সুনামগঞ্জ মুসলিম লীগের সভাপতির পদ ত্যাগ করেন এবং মুসলিম লীগের সাথে সম্পর্ক ছিন্ন করেন।
মকবুল হোসেন চৌধুরী ঐতিহাসিক খেলাফত আন্দোলনের একজন নেতা ছিলেন। তিনি ঐ সময়ে অন্তরীণ হন এবং দু’বছর জোরহাট জেলে অন্তরীণ ছিলেন।
সম্পূর্ণ ঘরোয়া ও পারিবারিকভাবে তার মৃত্যুবার্ষিকী উদযাপিত হবে। এই দিন তার পুত্র প্রয়াত সাংবাদিক হাসান শাহরিয়ারের ঢাকার সেগুনবাগিচার বাস-ভবনে এবং অপর পুত্র সুনামগঞ্জের এডভোকেট-কলামিস্ট হোসেন তওফিক চৌধুরীর হাসননগরস্থ বাস-ভবনে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।