সিসিকের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ৭:০০:২৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের সুরমা নদীর তীর সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধন প্রকল্প পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী, ড. এ কে আব্দুল মোমেন এমপি। গতকাল রোববার দুপুরে সার্কিট হাউজের সামনে থেকে নগরীর মাছিমপুর সেতু পর্যন্ত সুরমা নদীর তীর এবং উপশহর এলাকাস্থ সুরমা নদী পাড় সংরক্ষণ, সৌন্দর্য বর্ধন প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রকল্পসমূহের চলমান কাজ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।