বাঙালি পরাধীনতার শেকল ভেঙে স্বাধীনতার স্বাদ নেয় ———- অধ্যাপক ডা. এম. এ. আহবাব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ৭:০১:৪৪ অপরাহ্ন
‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগপাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। ৯ মাসের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে বাঙালি জাতি অর্জন করে তার ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় এই মহান স্বাধীনতা। এই স্বাধীনতাকে অর্থবহ করতে এবং স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজনিজ অবস্থান থেকে কাজ করতে হবে।’
গতকাল রোববার দুপুর ১২টায় সমিতির সভাকক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে একথা গুলো বলেন সমিতি ও সভার সভাপতি অধ্যাপক ডা. এমএ আহবাব। সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ এর সঞ্চলনায় বিজয়ের তাৎপর্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা: আজিজুর রহমান, ডা. আলতাফুর রহমান, সাধারণ সম্পাদক লোকমান আহমদ ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: আলাউদ্দিন আহমেদ প্রমুখ। এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ এমএ মান্নান, যোগ্ম-কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সদস্য বশিরুল হক সহ সমিতির জীবন ও হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।-বিজ্ঞপ্তি