মৌলভীবাজারে অভিবাসী দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ৭:১৯:৪০ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : ‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২১-২০২২ অর্থ বছরে মৌলভীবাজার জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী একজন পুরুষ, একজন নারীকে এবং জেলার সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ইসলামী ব্যাংককে সম্মাননা স্মারক দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, জাহিদ আকতার, মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আক্তার হোসেন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।