মুক্তিযুদ্ধের ইতিহাস অনুশীলনে হাজারো শিক্ষার্থী সিলেটে বইপড়া উৎসব শুরু কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ৭:২৬:১৮ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের ইতিহাস অনুশীলনের ব্রত নিয়ে সিলেটে আবারও শুরু হচ্ছে বইপড়া উৎসব। এতে অংশ নিচ্ছে প্রায় ১ সহস্রাধিক শিক্ষার্থী। এদের মধ্যে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উদ্বোধন হবে এ উৎসবের। এ বছর উৎসবটির চতুর্দশ আসর অনুষ্ঠিত হচ্ছে। এ দিন উৎসবে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নির্বাচিত বইটি তুলে দেয়া হবে। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের বেলা ২টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠান সফলে গঠন করা হয়েছে বিভিন্ন উপ-কমিটি। শিক্ষার্থীদের সাথে যোগাযোগসহ উৎসবের বিভিন্ন দিক নিয়ে হচ্ছে দফায় দফায় সভা।
উল্লেখ্য, ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়/এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে / আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস ‘- এ শ্লোগানকে সামনে রেখে ২০০৬ সাল থেকে ইনোভেটর এ উৎসবের আয়োজন করে যাচ্ছে। এ বছর জেলা পরিষদ, সিলেট এবং ইনোভেটর যৌথভাবে বইপড়া উৎসবের আয়োজন করছে।-বিজ্ঞপ্তি