মহান বিজয় দিবস পালনের আরো খবর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ৭:৩৩:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে মহান বিজয় দিবস পালনের আরো খবর পাওয়া গেছে। এ উপলক্ষে বিভিন্ন্ রাজনৈতিক, সামাজিক, সাং¯ৃ‹তিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা সংবর্ধনা,শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল ইত্যাদি। নিম্নে বিভিন্ন সংগঠনের কমূসূচি পত্রস্থ করা হলো-
সিলেট জেলা আওয়ামী লীগ : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, নাজনীন হোসেন। এর আগে সকাল সাড়ে ৯টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদানদের স্মরণ করেন।
সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, সৈয়দ মিসবাহ উদ্দিন, আবু হেনা মোঃ ফিরোজ আলী, এডভোকেট আফসর আহমদ, এডভোকেট মনসুর রশীদ, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপ মিয়া, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, সিলেট জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, সিলেট জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রতিবছর মহান বিজয় দিবস আমাদের নতুন প্রজন্ম এবং বিশ্বকে বারবার মনে করিয়ে দেয় আমাদের মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের কথা, বীর শহীদদের কথা। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে আমরা অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ হই দেশপ্রেমে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গড়তে সবার প্রতি আহবান জানান।
জেলা বিএনপি : মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে নগরীর একটি হোটেলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পাকিস্তানের দুঃশাসনের হাত থেকে ৫১ বছর আগে দেশ মুক্ত হলেও বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন আজ পাঁচ দশক পরও জাতির বীর সন্তানদের সেই স্বপ্ন অধরা। দেশে এখন ভয়াবহ দুঃশাসন চলছে। বিরোধী দল ও মতের নেতা-কর্মীদের উপর যেভাবে দমন নিপীড়ন চলছে তা পাকিস্তানি বর্বরতাকেও হার মানাচ্ছে। এই বিজয়ের মাসে দেশের মানুষ সরকারি দলের দুঃশাসন থেকে মুক্তি চায়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। ইনশাআল্লাহ এই বিজয়ের মাসে আরেকটি বিজয় অনিবার্য।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় আলেচনা সভার শুরতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ আহমদ। এর আগে সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন আশুক, হাজী শাহাব উদ্দিন আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশিদ মামুন, এডভোকেট হাসান পাঠোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, তাজরুল ইসলাম তাজুল, কোহিনুর আহমদ, আলী আকবর, জসিম উদ্দিন, আজিজুর রহমান, সালেহা কবীর শেপী, এডভোকেট সাঈদ আহমদ, ময়নুল হক, এডভোকেট আল আসলাম মুমিন, তোফাজ্জল হোসেন বেলাল, আহাদ চৌধুরী শামীম, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট জোহরা জেসমিন, শাকিল মুর্শেদ, লোকমান আহমদ, আব্দুল মতিন, রফিকুল ইসলাম শাহপরান, আব্দুল মালেক, বাদশাহ আহমদ, বখতিয়ার আহমদ ইমরান, মনিরুল ইসলাম তোরন, এডভোকেট মোস্তাক আহমদ, জালাল আহমদ খান, রফিকুল ইসলাম, আক্তার হোসেন রাজু, শামীম হেলালী, ফরিদ উদ্দিন, জয়নাল আহমদ রানু, জাহেদ আহমদ, আকবর আলী, এডভোকেট তাজরিহান জামান, অর্জুন ঘোষ, মাসুম ইবনে রাজ্জাক রাসেল, সাহিন আলম জয়, কামরুজ্জামান দিপু, আব্দুল্লাহ আল সফি সাহেদ, জি এম বাপ্পি, সুমেল আহমদ চৌধুরী, মাশরুর রাসেল, ঈমাম উদ্দিন, কুমকুম ফাহিমা, মাসুক এলাহী, নাজিম উদ্দিন, সুলেমান সিদ্দিকী, শামিম আহমদ, মুকুল আহমদ, আব্দুল হাসিম জাকারিয়া, আবুল কাশেম, আব্দুল মজিদ, আমির হোসেন, হাজি পাবেল, আল মামুন, রায়হানুল হক, আমিনুর রহমান চৌধুরী, নুরুল আমিন দুলু, সাইদুল ইসলাম, মুকিত তুহিন, আল ইসলাম, মইনুল ইসলাম মঞ্জু, আজহার অনিক, আমির হোসেন, শাহ বদরুল আলম, নুর আলম, আব্দুল মন্নান, শামিম আহমদ, আফজল হোসেন, আজমল হোসেন অপু, কামরুল ইসলাম, সাহেদ আহমদ প্রমুখ।
মহানগর বিএনপি : সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এর আগে বিজয় র্যালি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালীতে মহানগর বিএনপি ও ওয়ার্ড নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর পরিচালনায় সমাপনী সভায় সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী সভাপতির বক্তব্য রাখেন।
র্যালি পরবর্তী সমাপনী সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এড. হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, নজীবুর রহমান নজীব, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহার রঞ্জন দে, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল হোসেন, মতিউল বারী খুর্শেদ, আবুল কালাম।
সিলেট সিটি কর্পোরেশন : মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। শুক্রবার সন্ধ্যায় নগর ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিসিকের সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। তাদের প্রতি সম্মান প্রদর্শন আমাদের কর্তব্য। তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এমন অনেকের এখনো সন্ধান পাওয়া যায়নি। অনেক শহীদকে কোথায় সমাহিত করা হয়েছে জানেন না তাঁদের পরিবার। সেই শহীদদের সন্ধানে গবেষণা প্রয়োজন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফক বকস, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। পরে সকাল সাড়ে ৯টায় বিজয় র ্যালি করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বিশ্ববিদ্যালয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধে শহীদ সিলেট মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ কর্ণেল ডা. আবুল ফজল জিয়াউর রহমানের মেয়ে শাহরিন রহমান লুবনা। সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ কে এম ফজলুর রহমান। আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ গবেষক হাসান মোর্শেদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) (ভারপ্রাপ্ত) শমশের রাসেল, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অঞ্জন দেবনাথ, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) গোলাম সারোয়ার, সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারীগণ।
ওসমানী হাসপাতাল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাসপাতাল নানা কর্মসূচি পালন করে। এতে হাসপাতালে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানমালার মধ্যে ছিলো শুক্রবার সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলন, ৬টা ৪৫মিনিটে মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ৭টায় হাসপাতাল ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ১০টায় ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। ডিসপ্লেতে ছিলো- স্বাধীনতার বিভিন্ন ধরনের চিত্র, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, কোভিড-১৯ সংক্রান্ত কার্যক্রম ও মন্ত্রণালয়ের অর্জনগুলো। দুপুর ১২টার দিকে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জুম্মার নামাজের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতালে বহির্বিভাগে দিনব্যাপী নানা পরীক্ষাসহ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার ও হাসপাতাল ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, সিনিয়র স্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকন, ডা. মোহাম্মদ সুহেল আল রাফি, সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ রিনা বেগম, নার্সিং সুপারভাইজার কুমারী রুবি রাণী সাহা, (বিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা মো. জসিম উদ্দিন সরকার, মো. গোলাম রাব্বানী, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ইসরাইল আলী সাদেক, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফ, বিএনএ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি (সিলেট বিভাগ) শামীমা নাসরিন প্রমুখ।
সিলেট সিভিল সার্জন : সিলেট সিভিল সার্জন কার্যালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে। শুক্রবার দিনের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে স্বাস্থ্য সিলেট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক ডাক্তার নূরে আলম শামীম ও ডাক্তার মাইমুন নাহার নাসরিন কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। ভোর ৬টা ৩৫ মিনিটে সিভিল সার্জন সিলেট ডাক্তার এস এম শাহরিয়ার’র নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল ও সকাল সাড়ে ৭টায় সিলেট সিভিল সার্জন কার্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন সিলেট ডাক্তার এসএম শাহরিয়ারের সভাপতিত্বে ও এমওসিএস ডাক্তার স্বপ্নীল সৌরভ রায়’র সঞ্চালনায় সিলেট সিভিল সার্জন কার্যালয়ে সকাল ১০টায় ইপিআই কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট বিভাগ ডাক্তার নুরে আলম শামীম।
বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত, ডাক্তার আহমেদ শাহরিয়ার এমওডিসি, ডাক্তার মাইমুন নাহার নাসরিন এমও ডিআরএস ও ডাক্তার জ্যোতি দাস। কর্মচারীবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা স্টোরকিপার আব্দুল আলী বাবলু, আলমগীর রেনু সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট। আসরের নামাজ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিলের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।
দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম ঃ মহান বিজয় দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৮টায় জিন্দাবাজার পয়েন্টে জমায়েত হয়ে বিজয় র্যালি সহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে চৌহাট্টা পয়েন্টে এক গণআলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। যুবনেতা ইমাম হোসেন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতোয়ালি ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, সরোজ ভট্টাচার্য্য, সš‘স দেব, ব্যাংকার বাহারুল ইসলাম চৌধুরী, শাহাজান আহমদ, নারীনেত্রী রুনা বেগম, সাংবাদিক রুহুল আমীন তালুকদার, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সাবেক সভাপতি ও ফোরামের কেন্দ্রীয় সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ, যুব ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, আজিজুল হক কাজী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক শহিদ আহমদ খান, দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের সভাপতি এম কামাল আহমদ, কবি আব্দুল মুকিত, শাহিদুর রহমান জুনু প্রমুখ।
উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ফজলুর রহিম কায়সার। সহযোগী অধ্যাপক ডাঃ আবু তালহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ, স্বাগণ বক্তব্য রাখেন কলেজের প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভুইঁয়া। বক্তব্য রাখেন কলেজের একাডেমি কো-অর্ডিনেটর অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লা চৌধুরী, নার্সিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক নীলিমা মজিদ, ডাঃ ইসফাক জামান সজিব প্রমুখ।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি : মহান বিজয় দিবস পালন উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। সকাল সাড়ে নয়টায় প্রফেসর এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর শিব প্রসাদ সেন। ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনা ও ট্রেজারার এবং মানবিক ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্তডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক অনিক বিশ্বাস ও ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী প্রমুখ।
সকাল নয়টায় বটেশ্বর স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও ইউনিভার্সিটির পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর শিবপ্রসাদ সেন। সকাল সোয়া নয়টায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইএলটি) ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম, পরিচালক (অর্থ)মো. ইনামুল হক, ডেপুটি লাইব্রেরিয়ান মাশরুফ আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মুরারিচাঁদ কলেজ : এমসি কলেজ থেকে সংবাদদাতা জানান, সিলেটের মুরারিচাঁদ কলেজে বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের পর জাতীয় পতাকা অর্ধনমিু রাখার মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে আটটায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আশরাফুল কবিরের নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। পরে কলেজের শহীদ মিনারে ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদ, কর্মচারী পরিষদ, কলেজের বিভিন্ন বিভাগ, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে কলেজের স্কাউট ডেন সংলগ্ন মাঠে কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম ও রসায়নবিদ্যার প্রভাষক চঞ্চল রায় শুভ’র যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আশরাফুল কবির। সভায় স্বাগণ বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ তৌফিক এজদানী চৌধুরী। সভায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ তোতিউর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা জামান, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমান, রসায়ন বিদ্যার প্রভাষক মোঃ এরশাদ হোসেন। বক্তব্য রাখেন আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিণা কমিটির আহবায়ক মো. তোফায়েল আহাম্মদ। পরে সেখানে শিক্ষার্থীদের ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামানের কুরআন তিলাওয়াত ও অর্থনীতি বিভাগের প্রভাষক নিকসন দাসের গীতা পাঠের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভার শেষে শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া করেন কলেজের আরবী ও ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান।
মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি : মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড। শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল কুদ্দুছ, সহ-সভাপতি মোঃ হাসু হাসেম, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সাংগঠনিক সম্পাদক মনির আহমদ, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, সাবেক সভাপতি আব্দুস সালাম, ফারুক আহমদ, হাবিব মিয়া প্রমুখ।
এইডেড হাইস্কুল : মহান বিজয় দিবসে সিলেট এইডেড হাইস্কুলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান শিক্ষকরা। এসময় উপস্থিত ছিলেন এইডেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ, সিনিয়র শিক্ষক দীপাল কুমার সিংহ, বনমালী কুমার রায়, মো. আলাউদ্দিন, মো. মজির উদ্দিন, ফাহমিদা আক্তার, রুবিনারা আখতার, চুমকী দেবনাথ, শুকরিয়া সুলতানা চৌধুরী, রীমা খানম, মো. আব্দুল কাহ্হার, মো. সমশের আলী, শিশির চন্দ্র হালদার, নূসরাত জাহান বাবলী, বর্নালী বর্মণ, মো. মঈন উদ্দিন, পাপেল আহমদ, মো. সাইফুর রহমান, মো. শরিফুল ইসলাম, রিটন কুমার তালুকদার, নিখিল চক্রবর্তী প্রমুখ।
মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সভাপতি বোরহান উদ্দিন ভান্ডারী, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সহ সভাপতি আবু তাহের নানা ভাই, এম সোহেল রানা, সহ সভাপতি আলম মোল্লা, সহ সভাপতি মুহিবোর রহমান খান, সহ সাধারণ সম্পাদক মাহতাব আহমদ খোকন, বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
সিলেট স্টেশন ক্লাব : সিলেট স্টেশন ক্লাব মহান বিজয় দিবস উদযাপন ও বিজয় দিবসে খেলাধুলার পুরস্কার এবং বার্ষিক আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পূর্বে ভোর সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় ক্লাব সদস্যদের পরিবার নিয়ে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দীন আহমদের সভাপতিত্বে ও পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু প্রমুখ।
জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় : জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বেলা সাড়ে ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়ায় বিদ্যালয়ের হলরুমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিত এর সভাপতিত্বে ও শিক্ষক শারমিন জাহানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আজম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ছয়েফ খান, প্রতিষ্ঠাতা সদস্য আহমদ আফজল সিরাজ পাবেল, অভিভাবক সদস্য মো. সুলেমান মিয়া ও মো. শওকত আলী।
পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় : ছাতকের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শেখ নুরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফুজায়েল হোসেন এর পরিচালনায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পারভেজ মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য কবির উদ্দিন, মাসুক মিয়া মেম্বার,সহকারী প্রধান শিক্ষক জহিরুল ইসলাম খান, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মুকিত, কাজী শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম, বাঞ্চা রানী সাহা, অঞ্জন কুমার দাস, সহকারী শিক্ষক শাহীন আলম, তাহমিনা আক্তার প্রমুখ। এর আগে সকালে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
২৭নং ওয়ার্ড আ’লীগ : মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সকাল ১০টায় ২৭নং ওয়ার্ডের আলমপুরস্থ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ। পরে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খান, সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জগলু, আব্দুল জলিল ময়না, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, মুহিবুর রহমান শাহাজাহান, এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, বিলাল আহমেদ, মোস্তাক খান, মইনুল হোসেন, আব্দুস সালাম উজ্জ্বল, লক্ষ্মণ কর, আব্দুল মতিন চৌধুরী, গিয়াস মিয়া, সোহেল আহমদ প্রমুখ।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি : মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। সকাল ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদকালে উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, সহ সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, যুগ্ম সম্পাদক মনোজ কপালী মিন্টু, ওয়ালী মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দীন শিরুল, অধ্যাপক জান্নাত আরা খান পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, এজাজ আলম, আখলাক হোসেন প্রমুখ।
জাতীয় মহিলা সংস্থা : সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমদ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা গত শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থা সিলেটের শিক্ষার্থী ফারজানা আক্তার মুন্নির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য শিপা বেগম, নারী উদ্যোক্তা রুনা আক্তার, জাতীয় মহিলা সংস্থার সদস্য মাধুরী গুন, জহুরা আক্তার খানম, যুব মহিলা লীগ ২২নং ওয়ার্ডের সভাপতি রুমা চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ট্রেড প্রশিক্ষক সুফিয়া বেগম প্রমুখ।
লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাব : মহান বিজয় দিবস উপলক্ষ্যে লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ২টায় সিলেট রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্তদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাবের প্রধান উপদেষ্টা ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু। লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাবের সভাপতি মোঃ সাকির রানা (কাবির) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তওহীদ আহমেদ এর পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান ও শীতবস্ত্র অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শাহিদুল ইসলাম শাওন, মাহির চৌধুরী ও নাঈম আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক ভাস্কর দেব, সাংগঠনিক সম্পাদক সঞ্চয় অঞ্জন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক তাহবিবা রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক আবিদ আশরাফ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইফতিয়া রহমান প্রমুখ।
সিলেট জেলা কর আইনজীবী সমিতি: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ২টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার রায়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়, সমর বিজয় শী শেখর, সিনিয়র কর আইনজীবী বিধু ভূষণ ভট্টাচার্য্য, এডভোকেট মো: শফিকুল ইসলাম, মো: হাছনু চৌধুরী, মো: আজমল হোসেন, কামাল আহমদ, সাঈদুর রহমান, ইফতিয়াক হোসেন মঞ্জু, আ.স.ম মুবিনুল হক শাহীন, খায়রুল আলম, জহিরুল ইসলাম রিপন, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি