ড. রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৫:৫২:৫৭ অপরাহ্ন
![ড. রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন ড. রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন](https://sylheterdak.com.bd/wp-content/uploads/2022/12/Untitled-1-copy-18.jpg)
ডাক ডেস্ক : জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্ণিং বডির চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হওয়ায় দানবীর ড. রাগীব আলীকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
গতকাল সোমবার চেয়ারম্যান এর মালনীছড়া বাসভবনে গিয়ে উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং ট্রেজারার বনমালী ভৌমিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা তাঁকে অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমাদ, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর রানা এম লুৎফুর রহমান পীর, ডেপুটি রেজিস্ট্রার (ভর্তি) মো. কাওসার হাওলাদার, ডেপুটি ডিরেক্টর (অর্থ ও হিসাব) রজত কান্তি চক্রবর্তী এবং সহকারি রেজিস্ট্রার (জনসংযোগ) মোহাম্মদ আলমগীর হোসাইন।
এসময় দানবীর ড. রাগীব আলী বিভিন্ন বিষয়ে তাঁর অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং খুশী হয়ে সবাইকে ধন্যবাদ জানান।
উপাচার্য জানান, ড. রাগীব আলী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্ণিং বডির চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হওয়ায় লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ আনন্দিত এবং তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সেইসাথে সবাই তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।