কমরেড ধীরেন সিংহ স্মরণে কাল সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৫:৫৪:১৩ অপরাহ্ন
![কমরেড ধীরেন সিংহ স্মরণে কাল সভা কমরেড ধীরেন সিংহ স্মরণে কাল সভা](https://sylheterdak.com.bd/wp-content/uploads/2021/01/sylheterdak-5-768x406.jpg)
সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল.) এর কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ স্মরণে এক সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া।-বিজ্ঞপ্তি