মামলা হলেই সাংবাদিকদের গ্রেফতার করা হয় না : তথ্যমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৫:৫৫:৪৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এর সাথে মতবিনিময় করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নব-নির্বাচিত কমিটির নেতারা।
গতকাল সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ ডিআরইউ’র নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান এবং আগের মতোই সংগঠনের সার্বিক কার্যক্রমে পাশে থাকার ঘোষণা দেন।
তথ্যমন্ত্রী বলেন, এখন মামলা হলেই সাংবাদিকদের গ্রেফতার করা যায় না। ডিজিটাল নিরাপত্তা আইনকে এখন জামিনযোগ্য করা হয়েছে। এটি নিয়ে যে প্রশ্ন ছিল, তার অনেকগুলোর নিরসন করা হয়েছে। যখনই কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার কথা আমার কানে আসে, আমার যা যা করা দরকার, তা আমি করি।
তিনি বলেন, সব মানুষের ডিজিটাল নিরাপত্তা দিতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। ডিজিটালভাবে মানহানির শিকার হওয়ার পর প্রতিকার পেতে অনেক সাংবাদিকও এই আইনের আশ্রয় নিয়েছেন। এ আইনের কোনো অপপ্রয়োগ যাতে না হয়, তা নিয়ে আমরা আরো সতর্ক হব।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি নিহত হওয়ার ঘটনায় আটকে থাকা তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে কথা বলাসহ দরকার হলে আইনমন্ত্রীর সঙ্গেও কথা বলব।
ড. হাছান মাহমুদ বলেন, তদন্তকারী সংস্থা আইন মন্ত্রণালয়ের অধীন নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। যেহেতু সমস্যা তদন্তকারীদের ক্ষেত্রে সুতরাং এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা যুক্তিযুক্ত। হ্যাঁ আমি আইনমন্ত্রীর সাথেও কথা বলতে পারি, তবে প্রাথমিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলা প্রয়োজন।