না ফেরার দেশে ভাষা সৈনিক মাস্টার ইমতিয়াজ আলী দাফন সম্পন্ন : এমপি মানিকের শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৬:০২:৪৪ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে ভাষা সৈনিক মাস্টার ইমতিয়াজ আলীর (১১০) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ যোহর ছাতক সদর ইউনিয়নের আন্দারিগাঁও গ্রামের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। গতকাল ভোরে আন্দারিগাঁও গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৪ কন্যা, নাতি -নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা পূর্ব আলোচনা সভায় অংশ গ্রহণ করেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত লাহিন মিয়া, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, ক্বারি মাওলানা গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাইফুল ইসলাম, আবুল হাসনাত, আবু বক্কর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, মাওলানা কামরুজ্জামান, সাবেক ভিপি সফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, হাজী জয়নাল আবেদিন, মাফিজ আলী, নজমুল হোসেন, মাওলানা আব্দুল মমিন, মাওলানা কবির আহমদ লতিফি, নাজমুল ইসলাম, শিপলু আহমেদ, মরহুমের স্বজন সামছুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম আজির প্রমুখ।
ভাষা সৈনিক মাস্টার ইমতিয়াজ আলী জীবদ্দশায় উপজেলার ধারণ নতুন বাজার হাইস্কুল, কোম্পানীগঞ্জ উপজেলার ভাটরাই হাইস্কুল, ছাতকের খরিদিচর আলিম মাদ্রাসা, চেচান সিপিবি উচ্চ বিদ্যালয় ও এলংগি মডেল হাইস্কুলে শিক্ষকতা করেছেন। তিনি গাবুরগাঁও দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির বর্তমান সভাপতি ছিলেন। মাস্টার ইমতিয়াজ আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।