প্রবাসে নেতারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছেন ———– মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৬:০৫:৩৪ অপরাহ্ন
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রবাসে নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দায়িত্বশীলতার সাথে কাজ করছেন। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন বঙ্গবন্ধুর আদর্শে কাজ করবেন। তিনি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি গত রোববার রাতে নগরীর দক্ষিণ সুরমার কীনব্রিজের মুখে সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেনের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খান, সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলু, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যথাক্রমে সহ সভাপতি শাহ আলম জুনেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএন ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন আহমেদ, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুস্তাক খান, ২৬নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি আবদুল মালেক, আওয়ামী লীগ নেতা দুলাল আহমেদ, মুহিবুর রহমান, আবদুল খালেক তেরু, মুহিব তালুকদার, আবদুল হাই সেমল, রাকিব রানা, বিলাল আহমেদ রাজু, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন আখন্দ, আবদুল মোমিন পান্না, ২৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান জুনেল, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান ঝুমন, জামিল আহমদ, মইনুল ইসলাম মাহদি, আতিকুর রহমান মাহিন, ইমরান আহমেদ, মাহের আহমেদ, সৈকত দাস শুভ, শাহি আহমেদ, বর্ষা, রিফাত প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেনকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ অতিথিবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি