মৌলভীবাজারে বন্যপ্রাণী অপরাধ দমন ও হ্যান্ডেলিং শীর্ষক প্রশিক্ষণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৬:০৬:২৩ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ মৌলভীবাজারে শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে মৌলভীবাজারস্থ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী’র সভাপতিত্বে এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাখি বিশেষ বিশেষজ্ঞ ও লেখক ইনাম আল হক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সৈয়দ মহসিন পারভেজ।