কাতার বিশ্বকাপে কোন দল কত টাকা পেলো?
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৬:৩১:০৩ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে অংশ নেয়া সব দল কাপ নিতে না পারলেও প্রাইজমানি থেকে বঞ্চিত হয়নি কোনো দল। তবে ৬.১৭ কেজি ওজনের ট্রফির সঙ্গে সবচেয়ে বেশি প্রাইজমানির ভাগিদার চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪০ কোটি টাকা। খবর ইউএসএটুডের।
রানার্সআপ হয়ে ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩১৪ কোটি টাকা)। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া পেয়েছে ২৭ মিলিয়ন ডলার (প্রায় ২৮৩ কোটি টাকা)।
বাকি দলগুলোর মধ্যে ৪র্থ স্থানে থাকায় মরক্কো পেয়েছে ২৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৬২ কোটি টাকা)।
৫ম-৮ম স্থান যথাক্রমে নেদারল্যান্ডস, ব্রাজিল, পর্তুগাল ও ইংল্যান্ড দল পেয়েছে ১৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৭৮ কোটি টাকা)।
৯ম-১৬তম স্থানে যথাক্রমে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, সেনেগাল, জাপান, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইজারল্যান্ড দল পেয়েছে ১৩ মিলিয়ন মার্কিন ডলার (১৩৬ কোটি টাকার কিছু বেশি)।
১৭তম-৩২তম স্থান যথাক্রমে ইকুয়েডর, কাতার, ইরান, ওয়েলস, মেক্সিকো, সৌদি আরব, তিউনিসিয়া, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, কোস্টারিকা, বেলজিয়াম, কানাডা, ক্যামেরুন, সার্বিয়া, ঘানা দল পেয়েছে ৯ মিলিয়ন মার্কিন ডলার (৯৪ কোটির টাকার কিছু বেশি)।