গোবিন্দগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় ফ্রান্স সমর্থকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৬:৪১:০৫ অপরাহ্ন

ছাতক (গোবিন্দগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নে গত রোববার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় একজন ফ্রান্স সমর্থকের মৃত্যু হয়েছে। তিনি ইউনিয়নের পুরাতন বাজার ভটবাড়ির বাসিন্দা। তুষার ভট্টাচার্য (২৬) নামের এই যুবক লিডিং ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি তপন ভট্টাচার্যের পুত্র।
জানা যায়, গত রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখার সময় তিনি সবার সাথে বাড়ির উঠানে ছিলেন। একপর্যায়ে ফ্রান্সের পক্ষে একটি গোল হলে তিনি চিৎকার দিয়ে উঠেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তার মাথায় পানি ঢেলে অনেকটা সুস্থ করে তুলেন। পরবর্তীতে ফ্রান্সের পক্ষে দ্বিতীয় গোলটি হলে তুষার ভট্টাচার্য পুনরায় চিৎকার দিয়ে উঠলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। গতকাল সোমবার পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।