প্রধানমন্ত্রী আজ ১০০ মহাসড়ক উদ্বোধন করবেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৬:৪০:০৮ অপরাহ্ন

ডাক ডেস্ক : উন্নয়নের ধারাবাহিকতায় আজ বুধবার সিলেট বিভাগের ১০৬ দশমিক ১৮ কিলোমিটারসহ সারাদেশে ২ হাজার কিলোমিটার মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০টি জেলায় উন্নয়ন করা এসব মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সারাদেশে সওজের আওতাধীন সড়কের দৈর্ঘ্য ২২ হাজার ৪৭৬ কিলোমিটার। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩ হাজার ৯৯০ কিলোমিটার। আঞ্চলিক মহাসড়ক ৪ হাজার ৮৯৮ কিলোমিটার এবং জেলা সড়ক ১৩ হাজার ৫৮৮ কিলোমিটার। উদ্বোধনের অপেক্ষায় থাকা ২ হাজার কিলোমিটার সড়ককে মহাসড়ক বলা হলেও এর মধ্যে জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কও রয়েছে। নতুন নির্মিত সড়কের পাশাপাশি পুনর্নির্মিত এবং যথাযথ মানে প্রশস্ত করা সড়কও রয়েছে।
সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, ৪৮টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ৮টি বিভাগে ৫০টি জেলায় ১০০টি মহাসড়কে উন্নয়ন করা হয়েছে। যার সর্বমোট দৈর্ঘ্য ২,০২১ দশমিক ৫৬ কিলোমিটার। এতে মোট ব্যয় হয়েছে ১৪,৯১৪ দশমিক ৯৫ কোটি টাকা। উন্নয়নকৃত মহাসড়কের মধ্যে খুলনা বিভাগে ৩৫২ দশমিক ২৬ কিলোমিটার, ঢাকা বিভাগে ৬৫৩ দশমিক ৬৬ কিলোমিটার, চট্টগ্রাম বিভাগে ২৫৮ দশমিক ৯০ কিলোমিটার, ময়মনসিংহ বিভাগে ১৪২ দশমিক ৪৮ কিলোমিটার, সিলেট বিভাগে ১০৬ দশমিক ১৮ কিলোমিটার, বরিশাল বিভাগে ১০৭ দশমিক ২৬ কিলোমিটার, রাজশাহী বিভাগে ১৯৬ দশমিক ৮৭ কিলোমিটার এবং রংপুর বিভাগে ২০৩ দশমিক ৯৫ কিলোমিটার মহাসড়ক অবস্থিত। তবে উদ্বোধনের আগে থেকেই এর সবগুলোতেই যান চলাচল করছে।