দিরাইয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৬:৪২:১৯ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার রাজনাও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বিবি (৭০) ওই গ্রামের মৃত জফর আলীর স্ত্রী।
তার ছেলে উসমান গনি জানান, বাড়ির সীমানার বিরোধ নিয়ে সোমবার রাতে সালিশ বৈঠক বসলেও কোনো সুরাহা হয়নি। এর জেরে প্রতিপক্ষ জামালউদ্দিন ও তার লোকজন ভোরে তার মাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলু বলেন, জমি নিয়ে বিরোধে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা কয়েকবার সালিশ করেও কোনো সমাধান করতে পারেননি।
দিরাই থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত পরিবার এলাকা ছেড়েছে। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।